Thursday, 14 May 2020



বিজ্ঞপ্তি 

এতদ্দ্বারা অভিভাবক / অভিভাবিকা    ছাত্রদের  জানানো যাচ্ছে যে, বিদ্যালয় থেকে অনলাইন YouTube ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয়গুলি পড়ানো হচ্ছে তা অবশ্যই অনুসরণ করতে হবে 

প্রতিটি শ্রেণির জন্য যে whatsapp group খোলা হয়েছে ছাত্রদের সুবিধার্থে শিক্ষকমহাশয়দের যুক্ত করা হবে।  সেক্ষেত্রে ছাত্রদের প্রশ্নগুলো সোমবার থেকে শনিবার সকল ১০টা থেকে দুপুর ১২ টার মধ্যে whatsapp group -এ post করতে হবে শিক্ষকমহাশয়গণ  পরবর্তী পাঠে  বা পরে নির্দিষ্ট whatsapp group উত্তর POST করে  দেবেন। ছাত্ররা নির্দিষ্ট সময় (১০টা থেকে দুপুর  ১২ টাছাড়া অন্য সময়  কোনো পোস্ট করতে পারবে না

দ্বিতীয় পার্বিক পরীক্ষার  সিলেবাস শেষ হয়ে  যাবার পর, যে  সকল প্রশ্নপত্রসমূহ ব্লগে দেওয়া হয়েছিল ও পরবর্তীকালে  দেওয়া হবে, সে সকল প্রশ্নসমূহ আলোচনা হবার পর দ্বিতীয় পার্বিক পরীক্ষার নির্ধারিত সময়ের পূর্বে  বিদ্যালয় খুললে প্রথম ও দ্বিতীয় পার্বিক পরীক্ষা একত্রে  নেওয়া হবে

প্রথম পার্বিক পরীক্ষার  বিষয়গুলি  দ্বিতীয় পার্বিক পরীক্ষায় যুক্ত হয়ে মোট  ১০০ নম্বরের পরীক্ষা হবে। শুধুমাত্র দ্বিতীয় পার্বিক পরীক্ষায় বাকি বিষয়গুলো (COMPUTER, G.K., DRAWING, HANDWRITING, PHYSICAL EDUCATION, VALUE EDUCATION, I.C&M.E.,) নির্ধারিত মুল্যায়নের মান অনুযায়ী  হবে।

দশম শ্রেণির ক্ষেত্রে দ্বিতীয় প্রাক-নির্বাচনী পরীক্ষা , আগস্ট ২০২০ পূর্বে বিদ্যালয় খুললে নির্ধারিত সময়  অনুযায়ী  হবে এবং প্রথম  প্রাক-নির্বাচনী পরীক্ষা হিসাবে ৭টি বিষয়ে প্রতিটি ৫০ নম্বর করে পৃথকভাবে  MCQ  Test নেওয়া হবে



                                                                                                              প্রধান শিক্ষক