Tuesday, 8 September 2020




 

 

BARANAGORE RAMAKRISHNA MISSION ASHRAMA HIGH SCHOOL (H.S.)

সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০

ছাত্রদের জন্য নিয়মাবলী

সকল ছাত্রকে School Uniform সহ  সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

সকল প্রতিযোগিতায় একজন বিচারক শিক্ষকমহাশয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুর ১৫  মিঃ পূর্বে GOOGLE MEET Link দেবেন

ছাত্রদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় GOOGLE MEET Link-এ অংশগ্রহণ করতে হবে বিচারক শিক্ষকমহাশয়গণের নির্দেশ না দেওয়া পর্যন্ত GOOGLE MEET Link থেকে Exit হতে পারবে না

৩। বিভিন্ন শ্রেণির Official Whatsapp Group-এ বিচারক শিক্ষকমহাশয় ১৫  মিঃ পূর্বে GOOGLE MEET Link Share করবেন

প্রতিযোগিতায় GOOGLE MEET Link-এ অংশগ্রহণ করার সময়  CHAT BOX-এ ছাত্রের নাম, বিভাগ ও ক্রমিক সংখ্যা থাকা আব্যশিক

একজন ছাত্র সাংস্কৃতিক প্রতিযোগিতায় সকল  বিষয়ে অংশগ্রহণ করতে পারে

বিচারক  শিক্ষকমহাশয়গণের সিদ্ধান্ত চূড়ান্ত

বিচারক  শিক্ষকমহাশয়গণ একজন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করবেন

  কোনো  প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা খুব কম থাকলে প্রতিযোগিতা বাতিল বা কমপক্ষে ৩ জন থাকলে শুধুমাত্র প্রথম স্থান নির্বাচন করা হবে জন প্রতিযোগী থাকলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করা হবে

  ছাত্রদের কোনো অসুবিধা থাকলে SUPERVISOR  বা TECHNICAL SUPPORT শিক্ষকমহাশয়ের সাথে যোগাযোগ করতে হবে


 

TEACHER'S DAY, TRAFFIC & COVID-19 NOTICE



 

Sunday, 6 September 2020

বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  তথা বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ-সম্পাদক  স্বামী শশিশেখরানন্দজী মহারাজ (রাজু মহারাজ),   ০৬-০৯-২০২০, রবিবার, বেলা ১১.৪৫ মিনিটে শ্রীরামকৃষ্ণলোকে গমন করেছেন।

 আগামীকাল, ০৭-০৯-২০২০, সোমবার, বিদ্যালয়ের সকল কাজকর্ম  বন্ধ থাকবে। 

 

শোকবার্তা

 

গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তথা বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ-সম্পাদক স্বামী শশিশেখরানন্দজী মহারাজ (রাজু মহারাজ), আজ, ০৬-০৯-২০২০, বেলা ১১.৪৫ মিনিটে শ্রীরামকৃষ্ণলোকে গমন করেছেন।

 

বিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীর পক্ষ থেকে তাঁর চরণে আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করি ।

 

ওঁ শান্তি, শান্তি, শান্তি।