BARANAGORE RAMAKRISHNA MISSION ASHRAMA HIGH SCHOOL (H.S.)
বিজ্ঞপ্তি
তারিখঃ ১৪.০২.২০২১
বিষয়ঃ সবুজ সাথী (সাইকেল বিতরণ) বিষয়ক বিশেষ নির্দেশিকা
এতদ্দ্বারা ২০২১ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে পাঠরত সকল ছাত্রকে জানানো যাচ্ছে যে সরকারি নির্দেশ অনুসারে আগামীকাল (১৫.০২.২০২১) বিকাল ৩.৩০ মিনিট থেকে নবম শ্রেণির ছাত্রদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাঠানো সবুজ সাথী বিষয়ক প্রতিশ্রুতি পত্র (Assurance Letter) দেওয়া হবে। এই প্রকল্পের সংশ্লিষ্ট কৃত্য হিসাবে প্রতিটি ছাত্রকে ‘সবুজ সাথী’ প্রকল্পের নির্দিষ্ট নিদর্শে নিজের ছবি দিতে হবে।
সে কারণে নবম শ্রেণির প্রত্যেক ছাত্রকে নির্দেশ দেওয়া যাচ্ছে, আগামীকাল (১৫.০২.২০২১) বিকেল ৩.১৫ মিনিটে নিজের এক কপি পাসপোর্ট মাপের ছবি সহ (সাদা কালো / রঙিন) বিদ্যালয়ে উপস্থিত হতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পত্র নিজ হাতে গ্রহণ করতে।
অবশ্য পালনীয় কৃত্যালি
১) বিকেল ৩.১৫ মিনিট থেকে ৩.৩০ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
২) নিজের একটি পাসপোর্ট মাপের সাদা কালো বা রঙিন ছবি আনতে হবে।
৩) বিদ্যালয়ের পোষাক পরে আসতে হবে।
৪) মাস্ক পরতে হবে ও COVID 19 সংক্রান্ত যাবতীয় নিরাপত্তা বিধি মেনে চলতে হবে।
স্বামী মহামৃতানন্দ
প্রধান শিক্ষক
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.